কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার জেলা’র দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে নবনিয়োগ প্রাপ্ত আইন কর্মকর্তা বৃন্দের জেলা ম্যাজিস্ট্রেটের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বৃহস্পিতবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক হলরুমে দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে নবনিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা বৃন্দ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সাথে মতবিনিময় শেষে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়োগপত্র উপস্থাপন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৌলভীবাজার তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হক, নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব, সরকারি কৌশুলী আব্দুল খালিক, অতিরিক্ত পি পি ভুবনেশ্বর পুরকায়স্থ সহ অন্যান্য পাবলিক প্রসিকিউটর ও সরকারি কৌশুলীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়োগ পত্র গ্রহণ শেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আগামী দিনে সরকারি স্বার্থ সংরক্ষণ এবং জেলার গরীব দুঃখী মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে নবনিযুক্ত আইন কর্মকর্তা সমূহকে একযোগে কাজ করে যেতে বলেন।