কমলকন্ঠ ডেস্ক ।। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের জুড়ি উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে লোকেশ চন্দ্র বিশ্বাসকে আহ্বায়ক ও তপন কান্তি দাশকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
শনিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার জেলা ছাত্র ঐক্য পরিষদ আহ্বায়ক বিষ্ণু পদ দেব ও সদস্য সচিব সজীব পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাহুল পদ দে, নিপুন বিশ্বাস, নীলমনি বিশ্বাস, প্রকাশ গোয়ালা জয়, শাওন রায়, ধ্রুব দেব, মিঠুন বৈদ্য, ঝন্টু দাশ পিনাক ও রাহুল রুদ্র পাল।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাজু দাশ, প্রনয় কৈরি, কার্তিক চৌহান, নারায়ন দাশ, রূপন দাশ, প্রান্ত বিশ্বাস, জলি রানী দাশ, টিটু লাল দাশ দীপ্ত, কর্নময় দাশ, পলাশ দাশ অরুপ দাশ, আশীষ দাশ, নয়ন বুর্নাজী, অসিত দাশ সুপ্ত পাল, হিমেল দাশ, সৈকত দে, প্রানতোষ দাস, অন্ত দে, গোবিন্দ দাসকে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক লোকেশ চন্দ্র বিশ্বাস সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জানান, ছাত্র পরিষদ উপজেলা কমিটির সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের মতামতও পরামর্শে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করব।