কমলকন্ঠ ডেস্ক ।। জাতীয় সংসদের ষষ্টদশ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমন্ডলীর নাম ঘোষনা করা হয়েছে।ঘোষিত সদস্যদের মধ্যে ২৩৮ মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির নাম প্রথমস্থানে রয়েছে।
রোববার জাতীয় সংসদের দিনের কর্মসূচি অনুযায়ী কার্যপ্রণালী-বিধির ১২ (১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের ষষ্টদশ ২০২২ খ্রিঃ প্রথম অধিবেশনের জন্য সভাপতিমন্ডলীর মনোনয়ন অর্গবর্তিতা অনুষারে ঘোষনা করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।
৫ সদস্য বিশিষ্ট সভাপতিমন্ডলীর নাম ঘোষনা করা হয় এতে ২৩৮ মৌলভীবাজার ৪ মো. আব্দুস শহীদ, ২৪৮ ব্রম্মণবাড়ীয়া-৬ এ বি তাজুল ইসলাম, ২১১ ফরিদপুর-১ মনজুর হোসেন, ২৬৪ কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক ও ২৩৯ মহিলা আসন-৩৯ বেগম পারভীন হক শিকদার এর নাম ঘোষনা করা হয়।
প্রকাশিত অনুমোদন পত্রে বলা হয়েছে, স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমন্ডলীর মধ্যে যার নাম শীর্ষে থাকবে তিনি স্পীকারের আসন গ্রহণ করবেন। ঘোষনা অনুসারে স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে মৌলভীবাজার ৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল থেকে নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্পীকারের আসন গ্রহণ করবেন।