Logo

মৌলভীবাজারে ১১ জনের শরীরে করোনা শনাক্ত

রিপোটার : / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

image_pdfimage_print

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, বিশেষ প্রতিনিধি ।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।
গত বছরের জুলাইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের তান্ডবের পর আগস্ট থেকে সিলেট কমতে শুরু করে করোনার সংক্রমণ।
গত ২৮ অক্টোবরের পর থেকে বিভাগে করোনা সংক্রমণ ১ শতাংশের নিচে অবস্থান করছিল। ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। ২৯ ডিসেম্বর করোনা শনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। আর চলতি বছরের প্রথম থেকে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ।
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এদের মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ৩০ জন এবং মৌলভীবাজারের ৩ জন।
এদিকে করোনা রোগীর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ৪ জন সিলেটের হাসপাতালে এবং ৪ জন মৌলভীবাজার জেলার হাসপাতালে ভর্তি আছেন।
তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Developed By Radwan Ahmed