শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, বিশেষ প্রতিনিধি ।। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটা কতৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থতন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী জানান, বুয়াই বাজার সংলগ্ন এলাকায় বাব ব্রিকস-কে লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনার কারণে ‘ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন, এবং জরিমানার টাকা নগদে আদায় করা হয় ।
প্রতিষ্টানটিকে লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ভাটা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি টিম সহায়তা করে। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।