কমলকন্ঠ ডেস্ক ।। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী শুক্রবার বিকাল তিন টায় শ্রীমঙ্গল চৌমহনা চত্ত্বরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যিাতি চৌধুরী বুলেট এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ কাওছার ইকবাল, সহসভাপতি দিপস্কর ভট্টাচার্য্য লিটনসহ স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান। অনতিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান।