Logo

শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে মৌলভীবাজারের ১৮ ইউনিয়নে

রিপোটার : / ৭১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়নে ৫ জানুয়ারী বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে কমলগঞ্জে ৩৩ জন, সাধারন সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার ১ লক্ষ ৮০ হাজার ৯৩৮ জন।
অপরদিকে শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে ৪৬ জন, সাধারণ সদস্য পদে ৩৯৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed