কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার পৌর এলাকায় মশার বংশ বিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আজ মঙ্গলবার ৪ জানুয়ারি দুপুর ১ ঘটিকায় পৌর এলাকার ১ নং ওর্য়াডের সরকারি কর্মকর্তাদের বাস ভবনের সম্মুখ থেকে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, নারী কাউন্সিলর জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পৌর মেয়র বলেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর নাগরিকের সুবিধার্থে পরিস্কার পরিচ্ছন্নতা ও মেশিন দিয়ে ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই জীবানুনাশক স্প্রে ছিটানো হবে।