কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জের নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি পদে লড়ছেন ৪৬৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন। সংরক্ষিত পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৭ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত আসনে (মহিলা) ১৩ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৮ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
২নং পতনউষার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১২ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫ জন মিলিয়ে মোট ৫১ জন প্রার্থী।
৩নং মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত আসনে (মহিলা) ১৪ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৫ জন মিলিয়ে মোট ৫৪ জন প্রার্থী।
৪নং শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত আসনে (মহিলা) ১৪ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৭ জন মিলিয়ে মোট ৫৬ জন প্রার্থী।
৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৮ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
৬নং আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ৮ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪২ জন মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী।
৭নং আদমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৬ জন মিলিয়ে মোট ৫০ জন প্রার্থী।
৮নং মাধবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত আসনে (মহিলা) ১২ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩২ জন মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী।
৯নং ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত আসনে (মহিলা) ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত পঞ্চম ধাপের তফসিল অনুযায়ি আগামিকাল ৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।