কমলকন্ঠ রিপোর্ট ॥ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের পরীনগর থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ১২,৯০০/-টাকা সহ দেলোয়ার হোসেন ওরফে প্রকাশ বাবলু কে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর রাতে থাকে আটক করা হয়।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার ও কুলাউড়া সার্কেল সাদেক কাউসার দস্তগীরের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই/অপু কুমার দাশ গুপ্ত, এএসআই/মোঃ জয়নুল হক ও সঙ্গীয় ফোর্স সহ রাতে কুলাউড়া পৌরসভাধীন পরীনগর সাকিনস্থ আসামী প্রকাশ বাবলু’র বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে থানায় মামলা পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তাছাড়া কুলাউড়া উপজেলা কে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এ রকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়।