Logo

শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিজিবি দিবস পালিত

রিপোটার : / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট || নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারের বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার ২০ ডিসেম্বর বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান সদরে দুপুর দেড়টায় আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগে বিজিবি’র সদস্য ও শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শরীর চর্চা প্রদর্শণ। বেলা ৩টায় শ্রীমঙ্গল সেক্টর মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা।
আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল ৪৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের ঊধর্তন কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed