কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- ২নং পতনঊষার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, ৪নং শমসেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া।
এছাড়া পতনঊষার, আদমপুর ও মাধবপুর ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।