Logo

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

রিপোটার : / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।। কালের পরিক্রমায় অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় স্টেডিয়াম মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে এসে প্রচুর মানুষ উপভোগ করেন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। আয়োজক সুত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার গ্রহণ করেন তারা। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৪ টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ঘোড়ার মালিককে যথাক্রমে ৩৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি টিভি পুরস্কার হিসবে দেওয়া হয়। এছাড়া অন্য অংশগ্রহণকারীদের টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed