কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে স্বাধীনতার পঞ্চাশ বছরে জেলা পরিষদ আয়োজন করলো আতশবাজি উৎসব।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আকাশে ফানুস উড়িয়ে এর উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ সাংবাদিক রাজনৈতিক নেতৃবিন্দরা।
মাঠ ভর্তি দর্শনার্থীর উচ্চস্বরে মুখরিত হয়ে ওঠে চারদিক। রেড ক্রিসেন্ট এর সদস্যরা তখন আতশবাজিতে মেতে ওঠে। সাথে সাথে মেতে ওঠে আগত নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ।
আতশবাজির শব্দে চারদিক মূখর হয়ে ওঠে। বর্নিল আলোতে বিজয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে আকাশে। হাজারো বাঙালির কন্ঠে বেজে ওঠে জয় বাংলা বাংলার জয়।