কমলকন্ঠ রিপোর্ট ।। চা শ্রমিক, মৎস্যজীবি সম্প্রদায় ও হাওরের ভোটারদের সমন্বয়ে রাজনগরের ৮টি ইউনিয়ন পরিষদ গঠিত। এই উপজেলায় স্বাধীনতার পর থেকে বেশিরভাগ নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করে আসছে। বিএনপি আমলে কিছুটা ব্যত্যয় ঘটে।
আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা রাজনীতি, নির্বাচন, সামাজিকতা, সম্প্রদায়, গোষ্ঠীসহ ভোট নিয়ন্ত্রণ করেছেন। তাঁদের নের্তৃত্বে এই উপজেলায় এতোদিন অনেক বিষয়ের সমাধান হয়েছে। কিন্তু গত কয়েক বছরে আওয়ামী ঘরাণার নের্তৃত্ব প্রায় শুণ্যের কোটায় পৌঁছেছে। প্রবীণ নেতাদের মৃত্যুর কারণে এখন জেলার নেতারা এই উপজেলায় হস্তক্ষেপ করছেন। অবশ্য মৌলভীবাজার ও রাজনগর উপজেলা একই সংসদীয় আসনে থাকায় জেলার নেতারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।