কমলকন্ঠ রিপোর্ট ।। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর গঠনম‚লক সমাধান খুঁজে বের করার উদ্দেশে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপি ইয়ূথ লেড ইনোভেশন ল্যাব বুট ক্যাম্প।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৭-৯ ডিসেম্বর) পযর্ন্ত চলমান এই ক্যাম্পে অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৫ জন তরুণ-তরুণী। তারা আলাদা আলাদা ৪ টি দলে বিভক্ত হয়ে ক্যাম্পে যোগদান করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন পরিচালিত ইয়ূথ লেড ইনোভেশন ল্যাব পাইলট প্রকল্পের অংশ হিসেবে মৌলভীবাজারের তরুণদের নিজেদের এবং সমাজের সার্বিক উন্নয়নের সাথে আরও সম্পৃক্ত করে একটি উন্নততর ভবিষ্যৎ নিশ্চিত করার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে । ইয়ূথ লেড ইনোভেশনের মৌলিক নীতিমালা ও কর্মকাÐের মধ্যে রয়েছে তরুণদের ক্ষমতায়ন করা, বহু-মাত্রিক সাংস্কৃতিক পরিবেশের মধ্যে থেকে কাজ করা, আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়া, সহায়তার মনোভাব তৈরি করা এবং নতুন উদ্ভাবনগুলোকে স্থায়ী এবং টেকসই করে তোলা।
এখানে তরুণেরা তাদের নিজ নিজ এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে এবং সেটির সমাধান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এই আলোচনার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গঠনম‚লক সমাধান বের করার চেষ্টা করেন। মৌলভীবাজারের এই বুট ক্যাম্পে ৪ টি ভিন্ন ভিন্ন দল ৪ টি সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন এবং এর ভিত্তিতে একটি দল সেরা নির্বাচিত হয়ে জাতীয় পযার্য়ে ঢাকায় ম‚ল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন। সেখানে সারা দেশ থেকে আসা অন্য দলগুলোর সাথে চুড়ান্তÍ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মধ্যে সমস্যা এবং সমাধানগুলো নিয়ে কাজ করবেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক হিসাবে রাশেদুজ্জামান চৌধুরী, উপ-পরিচালক,সমাজসেবা অফিস, মৌলভীবাজার; মোহাম্মদ জসীম উদিদ্দন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মৌলভীবাজার ; এবং ড. মাহাবুবুল আলম, ডিস্ট্রিক্ট ফিশারিজ ষ্পেশালিস্ট,ওয়ার্ল্ড ফিস,মোঃ জসীম উদ্দীন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ আলঅউদ্দিন,উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, শাহেদা আকতার,উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর,মোঃ মাহাবুবুর রহমান রাহেল,প্রতিনিধি,এশিয়ান টিভি উক্ত বুট ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি এবং সমন্বয়ক হিসেবে আরও উপস্থিত ছিলেন মো: মাহাবুব হাসান, সিনিয়র ম্যানেজার, সেভ দ্যা চিলড্রেন (সূচনা প্রোগ্রাম ), মোঃ কাজী আলম, সেভ দ্যা চিলড্রেন (সূচনা প্রোগ্রাম )। বুট ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন শরমিন সুলতানা, ম্যানেজার- এডোলোসেন্ট ডেভোলেপমেন্ট এবং নিশাত আফরোজ মির্জা, উপ পরিচালক, সেভ দ্যা চিলড্রেন, ঢাকা।
সেভ দ্যা চিলড্রেন ইয়ুথ লেড ইনোভেশনের মাধ্যমে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে চাই, যার ফলে তরুণেরা গতানুগতিক ধারার বাইরে এসে চিন্তা করতে পারবে, পাশাপাশি স্বাধীন পেশা ও কাজের সুযোগ সৃষ্টি হবে’।
ইয়ূথ লেড ইনোভেশন ল্যাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইয়ূথ ইনোভেটর বা উদ্ভাবকদের সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে সহায়তা করা হবে এবং তা মোকাবেলায় তাদের নিজস্ব চিন্তাধারাকে একটি রোডম্যাপ এর সাহায্যে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ধাবিত করা হবে। এই ল্যাবের মাধ্যমে তরুণেরা তাদের লক্ষ্যের সাথে মিলিয়ে নতুন উদ্ভাবন, প্রো-ইয়ূথ ও সমন্বিত উদ্ভাবনের কার্যক্রম একেবারে তৃণম‚ল পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ পাবে।
এর সাথে সাথে সমাধানের নানা পদ্ধতি সম্পর্কে একটি পরিষ্কার এবং বিশদ ধারণা পাওয়া যাবে।