কমলকন্ঠ ডেস্ক ।। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সার্কিট হাউজ জাতীয় পতালা উত্তোলন ও মনববন্ধনের আয়োজন করা হয়।পরে সার্কিট হাউজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এরশাদ মিয়া, মৌলভবিাজার জেলা কমিটির সহ-সভাপতি ডা: আবু মুহদ চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আখলাকুড় রহমান।
মাসিক দুদক বার্তা পাঠ করেন, মীর ইউসুফ আলী ও কবিতা আবৃত্তি করেন,জাতীয় শিশু প্রতিযোগিতায় ১ম হয়ে রাষ্ট্র প্রতির কাছ থেকে স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত তাওফিকা মুজাহিদ ।
আলোচনা সভায়, সাংবাদিক,সরকারি কর্মকর্তা,শিক্ষক,এনজিও কর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।