Logo

মৌলভীবাজারে আনসার ও ভিডিপির সমাবেশ

রিপোটার : / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্বপন কুমার দেবনাথ, এ এইচ এম মেহেদী হাসান ও মোহাম্মদ ফরিদ রহমান।

সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি বলেন, বর্তমানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনে আনসারদের ভুমিকা অবিস্মরণীয়। দেশের গ্রামীণ জনপদে আত্মকর্মসংস্থান, গণশিক্ষা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশু পাচার রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং জাতীয় উৎসবসহ সকল কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রাখছেন।

জেলা সমাবেশ উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ ৩০০ সদস্য।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed