Logo

পরপর তিনবার মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জিয়া

রিপোটার : / ৪৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।। পুলিশ হেডকোয়াটার্স  ঢাকা কর্তৃক প্রনিত অভিন্ন মানদণ্ডের আলোকে গতমাসের (নভেম্বর) মূল্যায়ন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর-রাজনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো। এ নিয়ে তিনি পরপর তিনবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয় হলরুমে অনুষ্ঠিত মৌলভীবাজারের ৭ থানার কর্মকর্তাদের নিয়ে মাসিক পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এর আগে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ক্রেস্ট পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো। নভেম্বর মাসের এই ক্রেস্ট গ্রহণের মাধ্যমে তিনি মৌলভীবাজার জেলা পুলিশের পরপর তিনবার নির্বাচিত শ্রেষ্ঠ সার্কেল অফিসার।

মৌলভীবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার , স্থানীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জিয়াউর রহমানকে তৃতীয়বারও এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে ক্রেস্ট গ্রহণ করেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক, শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানার হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সি। এছাড়াও এসময় ছিলেন জেলার সাত থানার অফিসার ইনচার্জরা এবং অন্যান্য কর্মকর্তারা।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed