Logo

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ঠিকাদারদের মানব বন্ধন

রিপোটার : / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহ্বান বন্ধের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারে ঠিকাদাররা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ঠিকাদাররা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চলমান বিভিন্ন উন্নমূলক কাজ বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঠিকাদার কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ রোববার (৫ ডিসেম্বর ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেষে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আকরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল হক নাজমুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আসাদ হোসেন মক্কু, মুমিনুল হক সুহেল, মনসুর জামান ও খন্দকার কামাল, জসিম উদ্দিন ও ফখরুল ইসলাম।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচির পর দাবি পূরণ না হলে, বেঁচে থাকার তাগিদে সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ রাখা হবে। এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed