কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার শহরের এস সাইফুর রহমান রোডের চম্পালালের বিল্ডিং এর আশেপাশের সড়কের প্রায় চারশ’ ফুট ড্রেনের জায়গা উদ্ধার করেছেন পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
শুক্রবার (৩ ডিসেস্বর) সকাল থেকে পৌর মেয়র এর সার্বক্ষণিক উপস্থিতিতে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
এই সড়কের আশেপাশের দোকানদাররা এতোদিন এই ড্রেনকে টাইলস ও ঢালাই দিয়ে ব্যবহার করে আসছিল। ফলে ড্রেনের অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছিল।
এব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান জানান, শহরের প্রতিটি সড়কের পাশেই অতীতে পানি নিষ্কাষনের জন্য ড্রেন ছিল। কিন্তু ক্রমান্বয়ে আশেপাশের দোকানদাররা সিড়িসহ বিভিন্ন কৌশলে এসব ড্রেনের জায়গা ভরাট করে ফেলে।
ক্রমান্বয়ে শহরের বাকী ড্রেনগুলো উদ্ধার করা হবে বলে মেয়র জানান।