মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবালকে রহিমপুর, পতনঊষার ও শমশেরনগর; কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে মুন্সীবাজার ও কমলগঞ্জ সদর; কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. জনি খানকে আলীনগর ও আদমপুর এবং কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্নিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।