কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে ৪দিন ব্যাপী কোভিড-১৯সহ পানিবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষ কর্মশালা সাটিফিকেটের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
বুধবার সদর উপজেলার আয়োজনে ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মৌলভীবাজারের ব্যস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, উপজেলা কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু,মহিলা ভাইসচেয়ারম্যান শাহিনা রহমান সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালায়,শিক্ষক,এসজিও কর্মকর্তা, সাংবাদিক,ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দূষিত পানি ও অপরিচ্ছন্নতার কারণে এ রোগ হয় তাই কষ্ট করে হলেও বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিকূল পরিবেশ ও অন্য কিছু কারণে সব জায়গার পানি ফোটানো সম্ভব হয় না। সেসব জায়গায় পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করা যেতে পারে। আরও সহজভাবে পানি বিশুদ্ধ করতে চাইলে পানি পরিশোধকযন্ত্র ব্যবহার করতে পারেন।এ বিষয়ে সবাইকে সচেতনা করা হয়।