কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ টি ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল অনুযায়ী মির্জাপুর, ভুনবীর, শ্রীমঙ্গল সদর, সিন্দুরখাঁন, কালাপুর, আশিদ্রোন, রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউনিয়নে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ শহীদ হোসেন ইকবাল জানিয়েছেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৮ জন নেতা-কর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আমরা জীবনবৃত্তান্ত গুলো যাচাই-বাছাই করে আগামীকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে জমা দিব।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।