কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু বিজয়ী হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে ৪৫৭ ভোটে পরাজিত করেছেন। পর্যটন নগরী শ্রীমঙ্গলে পৌরসভায় এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন প্রভাবশালী এ জনপ্রতিনিধি।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ কেন্দ্রে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মহসীন মিয়া মধু পেয়েছেন ৫ হাজার ৯৮৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়ছেন ১১ কেন্দ্রে মোট ৫ হাজার ৫৩২ ভোট। এছাড়াও মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র আরেক প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নির্বাচন কন্ট্রোল রুম থেকে চুড়ান্ত এ ফলাফল পাওয়ার আগে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক বিজয়ী হয়েছেন। অনেকে তাঁকে অভিনন্দনও জানান। ফেসবুকে ছড়িয়ে পড়ে অভিনন্দনের পোস্ট। পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের মোট ফলাফলেও এগিয়ে ছিলেন সৈয়দ মনসুরুল হক।
এই সময়ে কখনও শোনা যায় বিজয়ী হয়েছেন মহসিন মিয়া মধু, আবার কখনও শোনা যায় বিজয়ী হয়েছেন সৈয়দ মনসুরুল হক। তবে অবশিষ্ট দুটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখা যায় ৪৫৭ ভোটে এগিয়ে আছেন মহসিন মিয়া মধু। বেসরকারি ফলাফরে চতুর্থবারের মতো বিজয়ী ঘোষণা করা হয় মহসিন মিয়া মধুকে।
এছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন :-
সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত
১নং ওয়ার্ড : মো. আলকাছ মিয়া
২নং ওয়ার্ড : মো. আব্দুল জব্বার আজাদ
৩নং ওয়ার্ড : মো. হানিফ চৌধুরী
৫নং ওয়ার্ড : মসুদুর রহমান মসুদ
৬নং ওয়ার্ড : কাজী আব্দুল করিম
৭নং ওয়ার্ড : মীর এম এ সালাম
৮নং ওয়ার্ড : মো. ছাদ উদ্দিন
৯নং ওয়ার্ড : চয়ন রায়
৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সংরক্ষিত কাউন্সিলর
১নং ওয়ার্ড : তানিয়া আক্তার
২নং ওয়ার্ড : রোকেয়া পারভীন
৩নং ওয়ার্ড : শারমিন জাহান।