Logo

পঞ্চম ধাপে মৌলভীবাজারের যেসব ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

রিপোটার : / ৩৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫ জানুয়ারি। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ধাপে মৌলভীবাজারের দুই উপজেলার ১৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

একই দিনে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট এবং সাতগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য  ঘোষিত তফসিলে বলা হয়েছে, পঞ্চম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি।এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed