Logo

কুলাউড়া বড়লেখা ও শ্রীমঙ্গল পৌরসভার ভোট গ্রহণ শুরু

রিপোটার : / ৩৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কুলাউড়া বড়লেখা উপজেলার ইউনিয়ন পরিষদ ও শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে ভোটে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। ভোট দিতে আসা ভোটাররা বলেন আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৌলভীবাজার জেলায় নির্বাচনী সব কেন্দ্রে গুলোতেই পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবি,র্যাব নির্বাচনী এলাকায় মহড়া দিচ্ছে।

ভোট হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন। কুলাউড়া উপজেলার বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন ও শ্রীমঙ্গল পৌরসভা।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed