Logo

কুলাউড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা

রিপোটার : / ৪৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে কর্মধা ইউনিয়নে ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় আদিবাসীদের ওপর হামলা করে মুখোশধারী সন্ত্রাসীরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরবেলাতেই বেলকুমা পুঞ্জির প্যাট্রিক খংলা এবং লই খংলাকে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বেলকুমা পুঞ্জি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে পুঞ্জির কাছেই ফুলতলি নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা আক্রমণ করে এলোপাথারি মারধর করে। এসময় পেছনে থাকা নারীদেরকেও ধাওয়া দিয়ে পুঞ্জিতে ফেরত পাঠানোর চেষ্টা করে।

গতকাল থেকেই আদিবাসী নেতারা আশঙ্কা করছিলেন, তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে বাঁধা দেয়া হবে। যদিও আদিবাসীরা সংঘটিতভাবে ভোটকেন্দ্রে যাচ্ছেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, আদিবাসীরা সংঘবদ্ধভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উপজেলা প্রশাসন কুলাউড়ার সহযোগীতা কামনা করছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed