Logo

কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান উদ্বোধন

রিপোটার : / ৪১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের (কোভিড-১৯) জন্য ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। এসময় টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ছিল। তবে পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি পরীক্ষার্থীরা।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় কমলগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
টিকা গ্রহণ করে শিক্ষার্থী নাজমিন বলেন, ‘টিকা গ্রহণ করে নিজেকে আজ সুরক্ষিত মনে করছি। আমার সঙ্গে আমার সহপাঠীরাও টিকা গ্রহণ করেছে। টিকা দেওয়ার ব্যবস্থা করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থী আঁখি সুলতানা বলেন, ‘টিকা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুব ভালো লাগছে। এছাড়াও টিকা নেওয়ার পর কোন রকম কোন সমস্যা হয় নাই।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘সব মিলিয়ে প্রায় আড়াই হাজার এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান করা হবে। শনিবার প্রথম দিনে কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয় ও শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষার্থীদেরকে প্রথম ডোজের এই টিকা প্রদান করা হবে। রোববার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও সুজা মেমোরিয়াল কলেজের পরিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed