কমলকন্ঠ রিপোর্ট।।
র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে মাধবপুর শিবাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালী সহকারে মাধবপুর ইউনিয়নের জবলার পার গ্রামে গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১ ঘটিকায় মণিপুরী ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি যিনি সকল সমালোচনার ঊর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।
গোকুলানন্দ গীতিস্বামীর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মণিপুরি ললিতকলা একাডেমীর ও মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠীর আয়োজনে এবং দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
মণিপুরী ললিতকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য শ্যামা কান্ত সিংহ সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ।বিশেষ অতিথি ছিলেন
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চাটার্জি, সমাজসেবী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠীর সভাপতি চন্দ্রেশ্বর সিংহ সপু, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মণিপুরি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।