Logo

মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রিপোটার : / ৪৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮৭ জন এবং মহিলা ১০ জন। এদের সকলেই  মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

বুধবার (২৪ নভেম্বর) কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। জেলা পুলিশ মৌলভীবাজারের এক ফেসবুক পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জেলা পুলিশের তথ্যমতে, পুরুষদের মধ্যে ৮০ জন সাধারণ কোটায়, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন, আনসার ও ভিডিপি কোটায় ১ জন এবং উপজাতী কোটায় ১ জন উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে মহিলাদের মধ্যে সাধারণ কোটায় ৮ জন এবং উপজাতী কোটায় ২ জন উত্তীর্ণ হয়েছেন। 

মৌলভীবাজারে এবার ৩৪ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৪০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে। গত ১৫ ও ১৬ নভেম্বর চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ২৪ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলো।  


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed