Logo

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রিপোটার : / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

image_pdfimage_print
কমলকন্ঠ রিপোর্ট ।। সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরী মারা গেছেন। সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে সওদা এবাদ চৌধুরীর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, চার মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাদ যোহর সিলেট হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

বিভিন্ন মহলের শোক

সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরীর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক মেয়র ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু প্রমুখ।

বড়লেখা প্রেসক্লাবের শোক 

সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর সহধর্মীনি সওদা এবাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা প্রেসক্লাব। এক শোক বার্তায় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, আদিব মজিদ, এ.জে লাভলু ও সুলতান আহমদ খলিল প্রমুখ গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed