Logo

ফেইসবুকে ফেইক আইডি খুলে গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

রিপোটার : / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

image_pdfimage_print
কমলকন্ঠ রিপোর্ট ।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে এলাকায় গুজব ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর বাজারে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদ ইমন, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, আব্দুস সত্তার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার ছোট ছেলে ইমন আহমেদ সহজ সরল প্রকৃতির মানুষ। কিছুদিন আগে কিছু দুষ্কৃতিকারী তার নামে তার বাবার ছবি সংযুক্ত করে ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ইমনের বাবার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন কার্যকলাপ করে আসছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।

ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার পুত্র ভুক্তভোগী ইমন আহমেদ।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed