Logo

পরিবহন ধর্মঘটে অচল মৌলভীবাজার,যাত্রী দুর্ভোগ

রিপোটার : / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট।।

পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারের চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারনে সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পন্যবাহী যানবাহনও বন্ধ রয়েছে। আচমকা ডাকা এ ধর্মঘটের কারনে বিপাকে পড়েছেন যাত্রীরা।

সমস্যা শুধু সিলেট জেলায়, ধর্মঘট পুরো বিভাগে হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন স্থরের মানুষ । পরিবহন শ্রমিক মালিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপ-পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের ওপর করা মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব ধরনের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশসহ সব ধরনের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা। এই পাঁচ দফায় শুধু সিলেট জেলার বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া উল্লেখ করা হয়েছে। কিন্তু ধর্মঘট আহবান করা হয়েছে পুরো বিভাগে।

এতে করে কোন কারণ ছাড়াই দূর্ভোগ পড়েছেন মৌলভীবাজার এর যাত্রী সহ বিভিন্ন স্থরের মানুষ জেলার সাথে প্রত্যেক উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এছাড়া মৌলভীবাজার এর সাথে সারাদেশের দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী জানান, এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্ব ঘোষিত। ৯ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।তিনি বলেন, যেহেতু প্রশাসন থেকে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এজন্য সোমবার থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed