Logo

পৌরসভার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মেয়র ফজলু

রিপোটার : / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার পৌরসভার চলমান উন্নয়ন কাজ রাস্তা ও ড্রেন নির্মান কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র মো: ফজলুর রহমান

রোববার (২১ নভেম্বর) দুপুরে শহরের এম সাইফুর রহমান সড়কে কাজ দেখতে গিয়ে ব্যবসায়িদের সুবিধাতে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পৌরসভার অর্থায়নে এম সাইফুর রহমান সড়কটির মেরামতের জন্য টেন্ডার আহবান করা হলে ঠিকাদার সংস্কার কাজটি পেয়েছেন। তিনি সড়ক সংস্কারের প্রাথমিক কাজ ইতিপূর্বে শুরু করেছিলেন। কিন্তু সংস্কার কাজ কিছুদিন চলার পর বর্ষার কারণে কাজ বন্ধ হয়ে যায়। এখন শুস্ক মৌসুম হওয়ায় বাকী কাজ কয়েকদিন হতে আবার শুরু হয়েছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে দ্রুত কাজ শেষ করাও নির্দেশ দেন মেয়র ।

স্থানীয় ব্যবসায়ী পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সড়কটি দীর্ঘদিন যাবত খানা খন্দে ভরপুর ছিল। এতে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হত। এ সড়কটি সংস্কার কাজে পৌর কর্তৃপক্ষ হাত দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

স্থানীয়দের মতে, যে প্রতিষ্ঠানই সংস্কার কাজ করুক, মানটা যেন ভাল হওয়া চাই।এ ধরনের উন্নয়নমূলক কাজ অন্যান্য সড়ক গুলোতে করা হলে জনগণ আরো বেশী উপকৃত হতো বলে মনে করেন স্থানীয়রা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed