কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সুলতান মো.ইদ্রিসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হাসনাত মো.জাহিদুল ইসলাম।
চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের শ্রীমঙ্গল উপজেলার জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মখলিছুর রহমান। প্রতিবন্ধীতা পরিচিতি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা পদ্বতি নিয়ে বক্তব্য রাখেন কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসুচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনা।
সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।