Logo

কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুল হাসান স্মরণে শোক সভা অনুষ্ঠিত

রিপোটার : / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলোচিত হত্যাকান্ড রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, যুবলীগ নেতা মরহুম নাজমুল হাসান স্বরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে বাজার সংলগ্ন মাঠে এ শোকসভা অনুষ্টিত হয়।

ব্যবসায়ী নেতা আখলিছ মিয়ার সভাপতিত্বে ও সুরঞ্জিত পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অশোক বিজয় দেব কাজল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিকাশ পাল, শিক্ষক নিহারেন্দ্র দেব, শাহনেওয়াজ, মাসুক মিয়া, শফিক মিয়া, সুবোধ দেব, নান্টু দেব, মো: হারুন রশিদ, রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক, মো: আব্দুল আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন চৈত্রঘাট বাজার জামে মসজিদের ইমাম মাও: হাসান আহমদ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed