শুক্রবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রের হলরুমে এসোসিয়েশনের নিয়মিত ক্লাসের পর এ বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মেহবুব মুর্শেদ, সহ-সভাপতি মো. শামসুল ইসলাম রাসেল, প্রশিক্ষক মো. মিনার হোসেন। এছাড়াও ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হাসান ফাহিম এবং সহ সাংগঠনিক সম্পাদক বিপুল সিমসাং।
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের কারাতেকারদের একাংশ।
এসময় কিউ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট ও গ্রিন বেল্ট বিতরণ করা হয়। গ্রিন বেল্ট পেয়েছেন মাহমুদুর রহমান ও লিজা সুফিয়ান মিম।
অরেঞ্জ বেল্টে উত্তীর্ণ হয়েছেন- আরিয়ানা রহমান, হিফজুর রহমান, মো. রায়হান আহমেদ, আব্দুলাহ বিন ইসলাম, মো. রেজাউল করিম, আব্দুল মুমিন, মাহফুজুর রহমান, মুস্তাকিম আল মুনাদি।
ইয়েলো বেল্টে উত্তীর্ণ কারাতেকাদের সাথে কার্যনির্বাহী কমিটির একাংশ।
এছাড়াও হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে উত্তীর্ণ হয়েছেন- সৈয়দ আলী হোসাইন ফিদা, মিজানুর রহমান রেজওয়ান, প্রত্যয় আচার্য্য অমি, অর্নব দত্ত, প্রযুক্তা সেন, আলিমুল হাসান অয়ন, ওয়াহিদুর রহমান, আহমেদ আদনান মেহেদী, রঞ্জিতা দাস, ফাহাদ মিয়া, সাফওয়ান চৌধুরী।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মধ্যে বেল্ট বিতরণ শেষে অভিভাবক-শিক্ষার্থী-প্রশিক্ষক সবাইকে নিয়ে ডিশ পার্টি (ভুড়িভোজ) আয়োজন করা হয়।