Logo

২১ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

রিপোটার : / ৪৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার আওতায় আসছে মৌলভীবাজারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২১ নভেম্বর (রোববার) থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌলভীবাজারের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তাদের এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক পূরণকৃত ২ কপি টিকা কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। টিকা প্রদান করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স রুমে। 

টিকা প্রদানের সময়সূচি 

ক্রমিক নংপ্রতিষ্ঠানের নামতারিখপরীক্ষার্থী সংখ্যাসময় 
০১ কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ২১ নভেম্বর ২৪৭সকাল ৯.০০মি. 
০২আজাদ বকত হাই স্কুল এন্ড কলেজ২১ নভেম্বর  ১২৩সকাল ১১.০০মি.  
 ০৩জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ২১ নভেম্বর  ২৪৪ বেলা ১২.০০মি. 
 ০৪আলহ্বাজ মকলিসুর রহমান কলেজ২১ নভেম্বর ১৯৪দুপুর ২.০০মি.  
০৫ হোয়াইট পার্ল কলেজ ২২ নভেম্বর  ২২ সকাল ৯.০০মি. 
০৬ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ২২ নভেম্বর ১১১৩ সকাল ৯.৩০মি.   
০৭ইম্পিরিয়াল কলেজ ২৩ নভেম্বর ১৬৩সকাল ৯.০০মি. 
 ০৮মৌলভীবাজার সরকারি কলেজ ২৩ নভেম্বর ১০৭৭ সকাল ১০.০০ মি. 

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পর্যায়ক্রমে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার জন্য যারা ফরম পূরণ করেছে তাদেরই টিকা দেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed