কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার পৌরসভার চুবড়া রোডের জমজম হাউজের তৃতীয় তলার একটি ফ্লাট থেকে ১৩ নভেম্বর রাজন ফারুক ওরফে রাজন(২৯) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক রাজন ফারুক ওরফে রাজন হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোনাবাড়ি গ্রামের মৃত সোয়েব মিয়ার ছেলে।
শনিবার জেলার চুবড়া রোডের বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটক রাজন বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে রাজনগর থানার ইসলাম পুর গ্রাম থেকে খোকন (২৩) পিতা মহব্বত আলীকে ৮০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।