কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বশিউক সাতগাঁও রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনার প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। এ নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ৯ সদস্য বিশিষ্ট প্যানেলের সবাইকে নির্বাচিত ঘোষণা করেছেন।
নির্বাচিতরা হলেন, ছালেহ আহম্মদ রেনু- সভাপতি, সাজিদ মিয়া- সহ-সভাপতি, হিরন মিয়া- সাধারণ সম্পাদক, আঃ আউয়াল- যুগ্ম সম্পাদক , চেরাগ আলী- সাংগঠনিক সম্পাদক, রমিজ আলী- দপ্তর সম্পাদক, এলাইছ মিয়া- কোষাধক্ষ্য, এবং আঙ্গুর মিয়া ও আবুল কালাম কার্যকরী সদস্য।
এর আগে বশিউক সাতগাঁও রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ১৭৪২ এর নির্বাচন ২০২১ নীতিমালা ও সূচি অনুযায়ী গত ৮ নভেম্বর ৯টি মনোনয়নপত্র বিক্রি হয়। পরে ১০ নভেম্বর বিক্রি হওয়া ৯টি মনোনয়নপত্র নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হয় বলে জানা যায়।
যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর বেলা ২ ঘটিকায় জমা হওয়া ৯টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এই নির্বাচনে তিন সদস্যের একটি টিম নির্বাচন পরিচালনা করেন। তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সাতগাঁও রাবার বাগানের সহকারী হিসাব রক্ষক মোঃ ইব্রাহিম মামুন এবং একই প্রতিষ্ঠানের সহকারী মাঠ তত্ত্বাবধায়ক শাহ মোঃ শাকিল।
বিকেলে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীররা নির্বাচিতদের গলায় ফুলের মালা পরিয়ে দেন। পাশাপাশি উপস্থিত সকলের মাঝে তারা মিষ্টি বিতরণ করেন।