Logo

সিলেটের চার জেলার ৪৪ ইউপিতে ভোটগ্রহণ আজ

রিপোটার : / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট ।।

সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনাস্থা জানিয়ে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে অনেকেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়ছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবরও পাওয়া গেছে। বুধবার রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। তাছাড়া আরও সহিংসতার আশঙ্কাও রয়েছে। বেশ কিছু জায়গায় বিরাজ করছে টান টান উত্তেজনা।

ধানের শীষ প্রতিকবিহীন নির্বাচন হলেও সংঘাত সহিংসতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট জেলার ১০১ কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে মনে করছে পুলিশ প্রশাসন। বিভাগের অন্য জেলাগুলোতেও সহিংসতার আশঙ্কা বিরাজ করছে।

দীর্ঘ প্রচার-প্রচারণার পর সেই কাঙ্খিত ভোট আজ। দিন শেষে জানা যাবে কার গলায় উঠেছে বিজয়ের মালা আর কে নিয়েছেন পরাজয়ের তেঁতো স্বাদ।

এদিকে এ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগের গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা। বিভিন্ন স্থানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহীরা। বরখাস্ত হয়েও হাল ছাড়েননি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অন্যদিকে স্বতন্ত্রের মোড়কে বিভিন্ন ইউপিতে নির্বাচন করছেন বিএনপি নেতারা। এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচারণা শেষ হলেও ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণভাবে যেন হয় সেই প্রত্যাশা ভোটারদের। অন্যদিকে নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করে তুলতে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন, সিলেট জেলার ১০১টি ভোট কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রই আমাদের কাছে ‘গুরুত্বপূর্ণ’। আমরা সে হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য ছাড়াও ৫জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। তাছাড়া প্রতি তিন কেন্দ্রে একটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। সবমিলিয়ে সিলেট জেলায় ১ হাজার ১৫০ পুলিশ সদস্য মাঠে থাকবে।

এদিকে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকেলেই নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল কেন্দ্রও পরিদর্শন করা হয়েছে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। বুধবার নির্বাচনী সরঞ্জামাদি সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সবমিলিয়ে ভোটের সুষ্ঠ পরিবেশ রয়েছে বলে জানান তিনি।

দ্বিতীয় দফায় সিলেট বিভাগের সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতকের ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নসহ মোট ৪৪টি ইউপিতে ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪৪ টি ইউপির মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউপিতে ৯টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার হবে। সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৪৩১টি। মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৭০ হাজার।

আঞ্চলিক নির্বাচন অফিস আরও জানায়, দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৪৪ ইউপিতে ২ হাজার ৩শ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯৮ জন, সাধারণ সদস্য পদে ১৬২০ ও সংরক্ষিত মহিলা পদে ৪৮২ জন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় ৬৮জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন ও মৌলভীবাজারে ২১ জন। সাধারণ সদস্য পদে সিলেট জেলায় ৫২০জন, হবিগঞ্জে ৭২৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন ও মৌলভীবাজারে ২০২ জন। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সিলেটে ১৫৭ জন, হবিগঞ্জে ৬০জন, সুনামগঞ্জে ২১৩ জন, মৌলভীবাজারে ৫২জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed