কমলকন্ঠ রিপোর্ট ।। মনিপুরী নৃত্য দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ শেষদিনে কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারাস্থ মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭ টায় মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে অনুষ্টিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজওয়ানা ইয়াসমিন সুমি । সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবু বিশ্বজিৎ রায় । সাংবাদিক
নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক বাবু কমলাকান্ত সিংহ এবং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সদস্য বাবু রুপেন্দ্র কুমার সিংহ । অতিথিদের ফুলের তোড়া দিয়ে ও উত্তরী পরিয়ে বরণ শেষে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা শুভেচ্ছা স্মারক তুলে দেন কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তাবৃন্দ । অনুষ্টানে উপস্থিত সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের ঘন্টাব্যাপী মন্ত্রমুগ্ধ করে রাখে মনিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় ।