কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জের মির্তিঙ্গা চা বাগানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। আজ রোববার (৭ নভেম্বর) ভোরের দিকে মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা।
র্যাবের দাবী, ৭ নভেম্বর রবিবার ভোর রাতে মিরতিংগা চা বাগান এলাকায় নিহত ওই দুই জন র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের দুই জনই কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. সোহেল রানা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। আরেক জন শহিদ মিয়া।