কমলকন্ঠ রিপোর্ট ।। ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৬ নভেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় এক বর্নাঢ্যর্যালী ও কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস্ এর সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি ।। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি(তদন্ত),সোহেল রানা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি, বিশ্বজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি কমলগঞ্জ এর চেয়ারম্যান, মোস্তফা কামাল, বিশিষ্ট সমবায়ী কয়েস আহমদ,শুভাসিনী দেবী প্রমুখ। অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।