Logo

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রিপোটার : / ৪০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. আছকর বক্স (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছকর বক্স দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময়ে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এসময়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় । তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই হায়দর বক্স ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed