Logo

কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

রিপোটার : / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। ‘মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে ইনচার্জ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার।
উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মামুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম,সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ ও রুহুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের সাথে বিএনসিসি ক্যাডেটরাও উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed