ডেস্ক রিপোর্ট ।।
প্রিয় পাঠকরা, শীতে শেষে যখন গরমে পড়ে । আর এই গরম মানেই সূর্যের তীব্র তাপ এবং শরীরের ঘাম। আর এই ঘামের কারনেই পরনের জামা- কাপড় নষ্ট হয়।
তাই এই ঘাম থেকে পরনের পছন্দের কাপড় গুলোকে ভালো রাখতে আমরা সবাই নানা পদ্ধতি অবলম্বন করে থাকি। কিন্তু সহজে এই ঘামের দাগ থেকে মুক্তি পাওয়া সত্যিই অসম্ভব একটি কাজ। অল্প বা বেশি যতটুকুই ঘাম বেড় হোক না কেনো অল্প অল্প করে ঠিকই কাপড় নষ্ট হতে শুরু করে।
অনেকেই এই ঘামের দাগ উঠাতে অনেকেই অনেক নামি- দামি ব্রান্ডের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকেন। অনেকে তো আবার ডিওডোরেন্টও ব্যবহার করে থাকেন। তবে এতে করেও আশানুরূপ ফল পাওয়া যায় না। বরং এগুলো ব্যবহারের ফলে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়। যার কারনে সবার চিন্তার কারন হয়ে দাঁড়ায় কাপড়ের গুণগত মান ঠিক রাখার এই বিষয়টি ।
তবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনি নিজেই ঘরোয়া ভাবে এই দাগ খুব সহজেই উঠাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ঘামের থেকে তৈরি হওয়া হলুদ দাগ নিমিষেই দূর করা যায় । আপনি যদি ঘামের দাগ কাপড় থেকে খুব সহজেই উঠাতে চান তাহলে আপনি ভিনেগার ও দানাদার লবনের সাহায্যেই উঠাতে পারেন। হ্যা কথাটা ঠিক বলছি।
প্রথমে কাপড়ের যে স্থানে ঘামের কারনে দাগ হয়েছে সে জায়গাগুলোতে ভালোভাবে ভিনেগার ঢালতে হবে। এরপর মোটা দানাদার লবন দিয়ে ঘষতে হবে। হালকা করে ঘষার পর রোদে কাপড় শুকাতে হবে। শুকানো শেষে ভালো করে কাপড় ধুতে হবে। এই উপায়ে আপনার কাপড়ের রঙ নষ্ট হবে না।
যারা নামি- দামি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে কাপড় নষ্ট করে ফেলচ্ছেন তাদের এই পদ্ধতি ব্যবহার করার অনুরোধ করা হলো। কারন এই উপায়ে কাপড়ের গুণগত মান টিকে থাকার পাশাপাশি খুব সহজেই ঘামের কারনে তৈরিকৃত দাগ নিমিষেই চলে যায়। যেভাবে কাপড় থেকে নিমিষেই ঘামের দাগ উঠাতে পারবেন সেটা নিশ্চই বুঝতে পেরেছেন।