কমলকন্ঠ রিপোর্ট ।।
জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর শ্রীনাথপুর গ্রামে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক গীতা নিকেতন “গীতা স্কুল ”।
আজ ৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুর ১২ ঘটিকায়
উত্তর শ্রীনাথপুর সার্বজনীন দেবলায় আয়োজতি এই বৈদিক গীতা নিকেতন “গীতা স্কুল ” এর উদ্ভোধনী অনুষ্টানে কৃষি ব্যাংকের ম্যানেজার দেবাশীষ বৈশ্য সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বাবু জ্যোর্তিময় দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শ্রী বিশ্বজিৎরায়, সনাতনী প্রবাসী গ্রুপ বাংলাদেশের সমন্বয়কারী শ্রী শম্ভু সরকার রবিন, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ,যোগিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,দেবাশীষ দেব,কমলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, উদ্ভোধনী অনুষ্টানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ডাঃ সন্তোষ মালাকার, সদস্য রাজু দত্ত, সনাতনী প্রবাসী গ্রুপ বাংলাদেশের সহ সমন্বয়কারী নয়ন মালাকার প্রমূখ।
উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলনে, জাগো হিন্দু পরিষদ ও সনাতনী প্রবাসী গ্রুপ যে ভাবে সনাতনী সমাজের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সারা দেশব্যাপি বৈদিক গীতা নিকেতন স্থাপনের মাধ্যমে সর্বমহলে যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় বৈদিক গীতা নিকেতন পাওয়া যাবে।
অনুষ্টানে শিক্ষাকেন্দ্রের ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা ও কলম রিয়েল, বিতরন করা হয়। শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণ করতে হলে ক্লাসে নিয়মিত ছাত্রদের উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন বক্তারা ।