কমলকন্ঠ রিপোর্ট ।। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২য় পর্যায়ে কুকুরের টিকাদান- এমডিভি কার্যক্রম -২০২১ চালু উপলক্ষে এক অবহিতকরণ কর্মশালা আজ ৮মার্চ সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্টিত হয়।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলমের উপস্থাপিত মূল প্রবন্ধের উপর আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনায়েত উল্যা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, এমডিভি কার্যক্রমের সুপারভাইজার আরিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ প্রমুখ।
আগামী ১১ মার্চ থেকে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২৩ টি টিমের মাধ্যমে ১৫ দিন ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।